শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে রাঙামাটিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

162

॥ স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের সাথে রাঙামাটি জেলায় নকলমুক্ত পরিবেশে নির্ঝঞ্ঝাটভাবে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে রাঙামাটি জেলায় ৯৫ জন শিক্ষার্থী হলে অনুপস্থিত ছিল। বিষয়টি রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের শিক্ষা বিভাগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এবছর রাঙামাটি জেলায় ৩৩টি কেন্দ্রে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথমদিনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এসএসসি জেনারেল এ-৬০, কারিগরি ভোকেশনালে-২১ এবং মাদ্রাসার দাখিলে-১৪ জন শিক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি। প্রাপ্ত তথ্যানুসারে, রাঙামাটির ২১ কেন্দ্রে এসএসসি জেনারেলে মোট পরীক্ষার্থী ৬,৫৬১ জন হলেও পরীক্ষায় অংশ নিয়েছে ৬,৫০১ জন।

কারিগরি ভোকেশনালে ৭ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০১০ জনের মধ্যে অংশ নিয়েছে ৯৮৯ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে ৫১২জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৪৯৮ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, এসএসসিতে ৩০৩৯ জন ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩০১৪ এবং ৩৫২২ ছাত্রীর মধ্যে অংশ নিয়েছে ৩৪৮৭জন। ভোকেশনালে ৬৩৫ ছাত্র ও ৩৭৫ ছাত্রী নিয়ে সর্বমোট ১০১০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রথমদিনে অংশ নিয়েছে ৬২৪ জন ছাত্র ও ৩৬৫জন ছাত্রী।

দায়িত্বশীল সূত্রে জানাগেছে, এবারে ৩৩টি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তিনটি কেন্দ্রে বেশি অনুপস্থিতির সংখ্যা ছিলো। তারমধ্যে রাঙামাটি সদর উপজেলাধীন শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬জন শিক্ষার্থী প্রথমদিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলোনা। এছাড়াও কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন এবং বাঘাইছড়ি উপজেলাধীন শিজকমুখ উচ্চ বিদ্যালয়ে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

পর্যালোচনায় দেখা গেছে, এবার রাঙামাটিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ছাত্রী শিক্ষার্থীদের অনুপস্থিতি বেশি ছিলো।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করেছে জেলাপ্রশাসন, পুলিশ বিভাগ ও শিক্ষা অধিদপ্তর। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি পরিক্ষা কেন্দ্রে রাখা হয়েছে মেডিকেল টিম, কড়া নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রগুলোর অন্তত ২’শ গজ এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। প্রথমদিনের পরীক্ষায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।