গোদারপাড় হতে চোলাই মদসহ যুবক আটক

171

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার বেতবুনিয়া গোদারপাড় ফরেনার পুলিশ চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে চোলাই মদসহ এক যুবক কে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার দুপুরে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া গোদার পাড় এলাকায় বিদ্যমান ফরেনার পুলিশ চেকপোস্টে বাসটি পৌঁছলে তাতে তল্লাশি চালায় পুলিশ। এসময় রাঙামাটি থেকে ছেড়ে আসা এবি এন্টারপ্রাইজ এর বাসটিতে এক যুবকের ব্যাগে বজন করা ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম মোঃ আক্তার হোসেন (৪৭)। পরে আটককৃত তাকে কাউখালী থানা পুলিশের নিকট প্রেরন করা হয়।