বাঘাইছড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

156

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরীফল্লাহ আবেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে এ সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাঙামাটি জেলায় সকল ধর্মের বিভিন্ন উৎসবগুলো অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আগামী দিনেও এ ঐতিহ্য ধরে রাখতে হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বী যাতে আনন্দময় পরিবেশে তাদের উৎসব পালন করতে পারে সে দিকে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।