প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহার

195

॥ স্টাফ রিপোর্টার ॥

সন্ত্রাসী কর্তৃক জ¦ালিয়ে দেওয়া সিএনজি অটোরিক্সার ক্ষতিপূরন প্রদান ও দোষীদের গ্রেফতারে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের আশ্বাসে রাঙামাটিতে চলমান অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতি।

এর আগে রোববার সকাল থেকে রাঙামাটি শহরে অটোরিক্সা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে সিএনজি চালকরা। বেলা ১১টায় শহরের শিল্পকলা একাডেমি চত্বরে চালক কল্যাণ সমিতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশ থেকে রাঙামাটির সর্বত্র অটোরিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ও পাহাড়ি চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

ধর্মঘট এবং শুক্র ও শনিবার পরপর দু’দফা হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি থেকে উত্তরনে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকার তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ নিরাপত্তা বাহিনীর উদ্বর্তন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভাটি পরিচালনা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান। সভায় উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। এরআগে, রোববার সকাল থেকে কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাঙামাটি শহরে অটোরিক্সা ধর্মঘট শুরু করে বিক্ষুব্ধ চালকরা।