জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব

227

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা গতকাল ১৯ সেপ্টেম্বর স্থগিত করা হয়েছে। কিন্তু মঙ্গলবার দুপুর থেকে ১৯ সেপ্টেম্বরের জেলা পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিটিকে ভূয়া দাবি করে পার্বত্য জেলা পরিষদের প্যাড নকল করে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যা মূলত ভূয়া বিজ্ঞপ্তি। এবিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পরীক্ষা অনুষ্ঠিত হওয়া’র তথ্যটি সত্য নয়। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।