চাঁদা না পেয়ে ম্যাগি নুডুলস ছিনতাই!

216

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচরে চাঁদা না দেওয়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্তৃক ছিনতাই করা শিশুজাত খাদ্য দ্রব্য উদ্ধার করা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৯মাইল এলাকায় অভিযান চালিয়ে নেসলে কোম্পানির ১৬কাটুন শিশুজাত খাদ্য দ্রব্য যব্দ করে সেনাবাহিনীর নানিয়ারচর জোন (১০ বীর)।

সেনাবাহিনী সূত্র জানায়, গত ২১শে সেপ্টেম্বর সাড়ে ৫টায় নানিয়ারচর সদর ইউনিয়নের ১৮মাইল এলাকার নেসলে কোম্পানির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রোঃ ড- ১২-৪২৭৯) আটকে পার্টির টোকেন দেখতে চাই একদল ইউপিডিএফ সন্ত্রাসী। টোকেন দেখাতে না পারায় চালকের নিকট ৫০হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তাৎক্ষণিক টাকা দিতে না পারায় ১৬কাটুন শিশুজাত খাদ্য দ্রব্য ছিনতাই করে এসব সন্ত্রাসীরা।

পরে একটি মাহিন্দ্রা অটোরিক্সা করে ১৯মাইলের দিকে নিয়ে যায় এসব এর কাটন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে। পরে এসব খাদ্য দ্রব্য নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।