মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন রাঙামাটির আরিফ

152

॥ স্টাফ রিপোর্টার ॥

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন রাঙামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. আরিফ উদ্দীন। শনিবার বিকালে ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “মহিয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভায় সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ আরিফকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব- ড. মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের এডিশনাল এসপি ও ডেপুটি ডিরেক্টর কবি নুরুল ইসলাম বিপিএম, সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান-মুহাম্মদ আতাউল্লাহ খান।