॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে দুই বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষন মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।
আদালত সুত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ ফেব্রুয়ারি বাদী মোঃ দেলোয়ার হোসেনের দুবছর বয়সী শিশু কন্যাকে বাসায় ধর্ষণের অভিযোগে আসামী শফিউল আলমকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। ভাড়া বাসায় ধর্ষণের ঘটনার পর ধর্ষণের শিকার শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষনের শিকার শিশুর বাবা মোঃ দেলোয়ার হেসেন বাদী হয়ে ধর্ষক শফিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
এমামলায় পুলিশ আসামী শফিউলের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আদালত ১১ জনের স্বাক্ষ গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানীত হওয়ায় আসামী শফিউলকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ এক টাকা অর্থদন্ডে দন্ডিত করে রায় দেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী শফিউল আদালতে উপস্থিত ছিলেন।