॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নে পানি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অভ্যন্তরীণ ব্রিকফিল্ড ও চৌধুরী ছড়া এলাকার ৬০ পরিবারের মাঝে ২২০০/- দুই হাজার দুইশত টাকার সমপরিমাণ মূল্যের হাস-মুরগীর উপকরণ বিতরণ ও দিনব্যাপী বিকল্প জীবিকায়ন বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়ে়টসের বাস্তবায়নে এবং সিএইচটিডব্লিউসিএ-লিভলিহুড প্রকল্পের আওতাধীন ইউএসএআইডি’র অর্থায়নে ও ইউএনডিপির সহযোগিতায় এ প্রশিক্ষণ শুরু হয় বুধবার (২৮ সেপ্টেম্বর)।
এ সময় ৬০ পরিবারকে দুই হাজার দুইশত টাকা সমপরিমাণ মূল্যে হাসঁ মুরগী পালনসহ বিকল্প জীবিকায়ন তৈরির বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান প্রকোশলী জনাব মো.আব্দুল লতিফ।
প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী জনাব অরুপম বড়ুয়া , এছাড়া উপস্থিত ছিলেন জেলা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট ডব্লিউসিএ প্রজেক্টের সাইট কো-অর্ডিনেটর শান্তি বিকাশ চাকমা। কাপ্তাই রেঞ্জের সিএমসি কমিটির সম্মানিত সভাপতি মো.মাকসুদূর রহমান বাবুল, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কনসারভেসন ফ্যাসিলিটেটর পিংকি এবং পারমি চাকমাসহ ভি,কন,এফের সদস্যাবৃন্দ।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের প্রশিক্ষণের জীবন দক্ষতার মান উন্নয়নের জন্য দরকার বিকল্প জীবিকা, যা আমাদের পরিবেশ বান্দব চিন্তার উম্মেষ ঘটিয়ে প্রাকৃতিক সম্পদ তথা বনজ সম্পদ কে গুরুত্ব দিতে হবে। কেননা যে দেশের বনজ সম্পদের পরিমাণ খুবই কম, সেই দেশের প্রাকৃতিক দূর্যোগও বেশি, তাই আমাদের বনজ সম্পদের দিক থেকে চক্ষু ছড়িয়ে বিকল্প জীবিকার মাধ্যমে জীবন মান উন্নয়ন সাধন করতে হবে।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে মো.মাকসুদূর রহমান বলেন-আমি দীর্ঘ কয়েক বছর যাবত এই কাপ্তাই জাতীয় উদ্যান নিয়ে কাজ করে আসছি, আমি বনজ সম্পদ রক্ষার্থে সদা সৌহার্দ্য পুর্ণ ভুমিকা পালন করে এসেছি আর ভবিষ্যতে থাকবো,
প্রকল্পের সাইট কো-অর্ডিনেট শান্তি বিকাশ চাকমা বলেন, আমরা এই পর্যন্ত কাপ্তাই উপজেলার কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন ৩৭টি ভিলেজ কনসারভেসন ফোরামে (ভি,কন,এফ) ৮৯১টি পরিবারকে আশিকার বাস্তবায়নে চলমান এই প্রকল্পের অন্তর্ভুক্ত জীবন দক্ষতার মান উন্নয়ন, সামাজিক দন্দ নিরসন, ক্ষুদ্র ব্যবসা প্রশিক্ষণসহ ২২০০/-(দুইহাজার দুই শত টাকা) সমমুল্যে উপকরণ বিতরণ করেছি।