॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় শনিবার (১ অক্টোবর) বিলাইছড়িতেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা মহাষষ্ঠী পুজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি সহ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।
তিনি প্রথমে সিসি ক্যামেরা লাগানো কন্ট্রোলরুমে পরিদর্শন করেন। পরে নিরাপত্তা ডিউটিতে থাকা পুলিশ সদস্য এএসআই (নিঃ) ০১ জন সহ মোট ০৬ জন, আনসার সদস্য ০২ জন কে ডিউটির ব্যাপারে সতর্কতা অবলম্বন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এবং পূজা মন্ডপের আশপাশ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং নজরদারি অব্যাহত থাকবে বলে জানান। উক্ত পূজার অনুষ্ঠান সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১১ঃ০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে।
এবং আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীর দিন শারদীয় দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পূজার কার্যক্রম শেষ হব বলে জানা যায়। আর প্রতিমা বিসর্জ্জন শ্রী শ্রী করুনামায়ী কালী মন্দির ঘাট সংলগ্ন রাইংখং নদীর উত্তর পাশে দেয়া হবে।