॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে ৫৭তম বছরের শারদ থিম মাতৃশক্তির উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে গীতাশ্রম মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দীন, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর অতিথিরা এবারের শারদ থিম মাতৃশক্তির উদ্বোধন করেন।