বিলাইছড়িতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

156

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

“পর্যটনে নতুন ভাবনা ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিলাইছড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) উৎপলা চাকমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অঃদাঃ) প্রদীপ কুমার বড়ুয়া এবং দৈনিক রাঙ্গামাটি ও চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা।

সভায় বক্তারা বলেন, বিলাইছড়ি একটি পর্যটন সম্ভাবনাময়ী উপজেলা। এখানে পাহাড় লেক ও বিভিন্ন আকর্ষণীয় ঝর্ণার সমাহার রয়েছে। তাই পর্যটকদের থাকার জন্য বাড়ির পাশে খালি জায়গায় কটেজ তৈরি করে এখান থেকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। বক্তারা আরও বলেন, প্রয়োজনে আপনারা যা খাবেন তাই পর্যটকদের খাওয়াবেন। এটাকে বলে কমিউনিটি বেইস টুরিজম। বিশ্বের অনেক রাস্ট্রে কমিউনিটি টুরিজম পদ্ধতি চালু করে সেখানকার স্থানীয় বাসিন্দারা অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করেছে।