প্রধানমন্ত্রীর জন্মদিনে রাঙামাটি আওয়ামী লীগের আলোচনা সভা

211

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলাইমান চৌধুরী, সাধারন সম্পাদক মনছুর আলী, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোঃ কাজল, জেলা স্বেচ্ছােসবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান, জেলা মহিলালীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন- জেলা ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

এ ছাড়া রাঙামাটি জেলার ১০ উপজেলাতেও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।