৫ অক্টোবর ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।
স্টাফ রিপোর্ট: ‘বিশ্ব শিশু দিবস’ এবং ‘শিশু অধিকার সপ্তাহ-২০২২, উদ্যাপনের অংশ হিসেবে ‘সময়ের অঙ্গিকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার ঢাকার বেইলি রোডে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শেখ হাসিনার সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে। তিনি বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশ গড়ার নেতৃত্ব দিবে। এই শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবে এবং বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে। শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই মাধ্যমে নিশ্চিত হবে সকল শিশুর অধিকার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন. মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল। সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচাল ফরিদা পারভীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জয়ীতা ফাউন্ডেশানের পরিচালক আফরোজা খানম, জাতীয় মহিলা স্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, অতিরিক্ত পরিচালক সালেহা বিনতে সিরাজ প্রমূখ। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারিদের কন্যাশিশুদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক বাঙামাটি।