মিলাদুন্নবী ঘিরে রাঙামাটি শিশু একাডেমির নানা আয়োজন

141

॥ স্টাফ রিপোর্টার ॥

ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙামাটি শিশু একাডেমির আয়োজনে হামদ/নাত ও ক্বেরাত প্রতিযোগিতা, মিলাদুন্নবী (সাঃ) বিষয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ অক্টোবর) সকালে শিশু একাডেমি মিলনায়তনে হামদ/নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর মিলাদুন্নবী (সাঃ) বিষয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর প্রতিযোগিতায় বিজয়ী সহ অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।