জুরাছড়িতে অগ্নিক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অর্থ সহায়তা

177

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৬ পরিবারের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার সকাল ৯টায় জুরাছড়ি রেস্ট হাউজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এসব অর্থ সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অর্থ সহায়তা প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগনের কল্যাণের জন্য রাজনীতি করেন বলেই জনসাধারনের সুখে-দুঃখে সবসময় তাদের পাশে এসে দাঁড়ান।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৬ জনের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৬০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য, গত ৯ অক্টোবর বিকেলে জুরাছড়ি উপজেলার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫৬টি দোকান ও বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।