শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে এনসিটিএফ’র স্বারকলিপি

157

॥ স্টাফ রিপোর্টার ॥

শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে রাঙামাটি ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের হাতে স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় এসসিটিএফ কেন্দ্রীয় কমিটি ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রিয়ন্তি ত্রিপুরা, শিশু গবেষক সিয়াম হোসেন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ন¤্রতা রায় ও শিশির কান্তি দাশ, ইয়েস বিডি ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন ও জয়ন্তি ত্রিপুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন। শিশুদের দ্বারাই গঠিত ও পরিচালিত এই সংগঠনটি ৬৪টি জেলায় শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। শিশু অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইতিমধ্যে ১৯টি চাইল্ড পার্লামেন্ট অধিবেশন করছি। যেখানে মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং শিশুদের সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন। সরকার “জাতীয় শিক্ষা নীতি ২০১০” “জাতীয় শিশু নীতি ২০১১” ও “শিশু আইন ২০১৩” তৈরীতে শিশুদের মতামত গ্রহণ করেছিলেন। এদিন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর সকল শিশুর পক্ষ থেকে দেশে শিশু নির্যাতন এবং সহিংসতার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।