শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর উপহার

190

মেহেদী ইমামঃ

নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসবে উপহার সমেত অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। “ধর্ম যার যার উৎসব সবার” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে নানিয়ারচর জোন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার খামার পাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ৩৩তম চীবরদান অনুষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করেন, নানিয়ারচর জোন (১০বীর) প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ রাজিন আকন। একইদিন উপজেলার বেতছড়ি রাজগিরি বনবিহারে ফুড বক্স (সুস্বাদু বিভিন্ন ফলের ঝুড়ি) উপহার নিয়ে শুভ দানোত্তম চীবরদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কাজি ফারুক। পাহাড়ে শান্তি, শৃঙখলা ও সম্প্রীতি উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

এরই ধারাবাহিকতায় খামারপাড়া বৌদ্ধ বিহার ও রাজগিরি বন বিহারে নগদ অর্থ সহায়তা এবং ফলের ঝুড়ি উপহার স্বরুপ প্রদান করে এই সেনা জোন। সেনাবাহিনীর বিশেষ সূত্রে জানা যায়, নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণ এর জীবনযাত্রার মান উন্নয়ন ও যে কোন প্রয়োজনে কাজ করে যাচ্ছে। এছাড়াও নর্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে সকল উৎসব পালনের লক্ষে নানিয়ারচর জোন কর্তৃক সামগ্রীকভাবে নিরাপত্তা প্রদান করে যাবে নানিয়ারচর জোন।