॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলার ২নং বনযোগীছড়া ইউনিয়নে ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে শনিবার (১৫ অক্টোবর) বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দানোৎসবের আয়োজন করে বিহার পরিচালনা কমিটি।
কঠিন চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রবর্তক চাকমা বলেন, আগামী অর্থ-বছরে পূর্বারাম বৌদ্ধ বিহার উন্নয়নের জন্য ১৫ লক্ষ টাকার প্রকল্প দেওয়ার ঘোষণা দেন।
এছাড়াও অনুষ্ঠানে সংঘনায়ক হিসেবে উপস্থিত থেকে পূণ্যার্থীদের উদ্দেশ্য করে দেশনা প্রদান করেন বোধিপ্রিয় মহাথের এবং উক্ত বিহার অধ্যক্ষ সুমনা লংকার থের। দুপুর ২টায় স্নেহা চাকমার ধর্মীয় উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে পঞ্চশীল প্রার্থনা পাঠ করে কঠিন চীবর দান, কল্পতরু দান উৎসর্গ করা হয়।