বিএফইউজে’র পুন: নির্বাচিত সভাপতি- শওকত মাহমুদ, মহাসচিব- এম আবদুল্লাহ

495

Untitled-1

ঢাকা ব্যুরো অফিস, ২ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি) : দেশের রাজনৈতিক সংকট উত্তোরনে যখন সাংবাদিক নেতৃবৃন্দ অতীতের মত গুরুত্বপূন দায়িত্ব পালন করার কথা।  তখন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাব রাজনৈতিক সংকট ঘনিভূত করতে অনির্বাচিত ও অগঠনতান্ত্রিকভাবে জবরদখল করে রেখেছে অনির্বাচিত শাসকদের ইন্ধনে। এমন অবস্থায় বিএফইউজের সম্মানিত কাউন্সিলররা বুকের ভিতর চাপা ক্ষোভ রেখে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্বকে  নির্বাচিত করায় অভিনন্দন জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা কারাবন্ধী জটিল রোগে আক্রান্ত শওকত মাহমুদ, মহাসচিব এম আব্দুল¬াহ, সাংগঠনিক সম্পাদক শো. শহিদুল ইসলাম সহ নবনির্বাচিতদের অভিনন্দন জানান বামসাএ’র নেতৃবৃন্দ।
বামসাএ’র নেতৃবৃন্দ উল্লে¬খ করেন সাংবাদিক অধিকার প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএফইউজে কর্তৃক ঘোষিত সকল কমৃসূচী বাস্তবায়নে বামসাএ অতীতের মত ভবিষ্যতে এক কাতারে থাকার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। তারা বলেন নতুন কমিটি গঠনের পর পরই আসন্ন পৌরসভা নির্বাচন কেন্দ্রীক দেশ জুড়ে গণগ্রেফতার ও সাজানো নাশকতা মূলক মামলার মাধ্যমে একতরফা ফলাফল ঘোষণা করতে নির্বাচন কমিশন কর্তৃক সাংবাদিকদের উপর বিধি নিষেধই শুধু আরোপ করে নাই, সাংবাদিকদের বাড়ীতে পুলিশী হানা দেওয়ানো হচ্ছে। তারা নবনির্বাচিত বিএফইউজের নেতৃবৃন্দকে এ ব্যাপারে ভুমিকা রাখার আহ্বান জানায়। তারা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকনেতা, সাংবাদিকদের মুক্তি ও ২৬ সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানায়।

বার্ত প্রেরক- এস. এম বদরুল ইসলাম
দপ্তর সচিব।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান