॥ বান্দরবান প্রতিনিধি ॥
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার দেখে নবীনরা বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তবে নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের ঠাঁই হবে না।
শনিবার (১৫ অক্টোবর) বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন। আজিজনগর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মীপদ দাস, বান্দরবান জেলা পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াসির আরাফাত, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুলসহ বান্দরবান জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মন্ত্রী বীর বাহাদুর এমপি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামো নির্মাণসহ সকল খাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সমতল এলাকার মতো পার্বত্য এলাকাতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে আর তার সুফল সাধারণ জনগণ ভোগ করতে পারছে। মন্ত্রী বলেন, বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানা সরকারি সুযোগ সুবিধা সাধারণ নাগরিকেরা ভোগ করতে পারছে এবং সুন্দরভাবে জীবনধারণ উপভোগ করছে।
সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাশেষে পার্বত্য মন্ত্রী স্থানীয় জনগণের মাঝে কৃষি উপকরণ, ঢেউটিন, ভিজিডি চাউলসহ বিভিন্ন নিত্য প্রযোজনীয় সামগ্রী বিতরণ করেন।
এর আগে মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক, বৌদ্ধ বিহার, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।