স্টাফ রিপোর্টার, ২৬ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বান্দরবান পৌরসভার মেয়র পদে মনোনয়ন নিয়ে সৃস্ট মতবিরোধের কারনে এবং মেয়র প্রার্থীর প্রতিক ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে বান্দরবান জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরীকে ২৪ ঘন্টার কারন দর্শাও নোটিশ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিয়ুর রহমান মিঠুনকে দল থেকে বহিস্কার করার প্রতিবাদে রবিবার বিকালে বান্দরবান শহরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে উন্নোক্ত মঞ্চে এসে পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড.কাজি মাহতুল হোসেন যত্ম, জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিয়ুর রহমান মিঠুন সহ আরো অনেকে। সমাবেশে জেলা ছাত্রদলের ও যুবদলের একাংশ সহ জেলা বিএনপির মধ্যম সারির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ছাত্রদলের মো. মুসলিম উদ্দিন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নাহলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেও বান্দরবানে ঢুকতে দেয়া হবেনা।
তারা কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং এবং ধানের শীষের মেয়র প্রার্থী জাবেদ রেজার তীব্র সমালোচনা করে ধানের শিষ প্রতিকে ভোট নাদিয়ে তাকে প্রতিহত করার জন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে জাবেদ রেজা বিরোধী টিম গঠন করে ৩০ শে ডিসেম্বর ভোট প্রদান নাকরার ব্যবস্থা করা হবে।
তারা বলেন, কেন্দ্রীয় নেতারা টাকার বিনিময়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে জাবেদ রেজাকে মনোনয়ন প্রদান করে বান্দরবান থেকে বিএনপিকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছে। তারা সমাবেশে আওয়ামীলীগের ও সমালোচনা করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা চৌধুরী মার্কেটের বিএনপি অফিসে গিয়ে বৈঠকে মিলিত হন। জেলা বিএনপির অনেক নেতা বলেছেন, এই সমাবেশে বিএনপি সভাপতি সাচিংপ্রু জেরী উপস্থিত না থাকলেও এই ব্যাপারে তার ইংগীত রয়েছে ।
উল্লেখ্য যে, বিগত উপজেলা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় জাহাঙ্গীর আলম ও মশিউর রহমান মিঠুনকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছিল। পরে অনেক তদবিরের পর তা প্রত্যাহার করা হয়।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান। সূত্র- অন্য মিডিয়া