॥ কাউখালী সংবাদদাতা ॥
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য সামনে রেখে কাউখালীতে অনুষ্ঠিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২। দিবসটি ঘিরে উপজেলায় র্যালী, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে শনিবার (২২ই অক্টোবর ) সকাল ১০টায় উপজেলা শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি সিএনজি স্টেশন ও মুজিব চত্বর এলাকা প্রদর্শন করে অডিটোরিয়াম এর সামনে এসে শেষ হয়। এরপর বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা। তিনি তার বক্তব্যে সড়কে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দূর্ঘটনার কারণ তুলে ধরেন। এ সময় তিনি ড্রাইভার ও যাত্রীদেরকে সচেতন হওয়ার আহবান করেন।
তিনি আরও বলেন, সড়ককে নিরাপদ করতে হলে দেশের প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ যায়গা থেকে সচেতন হতে হবে এবং সকল শ্রেণির মানুষকে এ সকল বিষয়ে অবগত করতে হবে। একটি দূর্ঘটনা, সারাজীবনের কান্না। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়কের দূর্ঘটনা প্রতিরোধ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার তদন্ত অফিসার মোঃ হালিম, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লিটন, উপজেলা ইউ সি সি চেয়ারম্যান বেলাল উদ্দীন বেলাল, চালক সমিতির সভাপতি শাহজাহান, নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশিদ, নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবির মানুষ।