৩০ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠিত হবে জামিরজুরী দরবার শরীফের ৬৭তম খোশরোজ

261

॥ মোঃ আবদুল নাঈম মোহন ॥

আগামী ৩০ অক্টোবর রোববার, হুজুর কেব্লা হযরত ছৈয়দ মোঃ আমীর উদ্দিন শাহ্ ছাহেব (জামিরজুরী দরবার শরীফ, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম) এর ৬৭তম পবিত্র খোশরোজ শরীফ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার দরবার ভিলা, আমানতবাগ দরবার শরীফ প্রাঙ্গণে উদ্যাপন করে হবে।

পবিত্র খতমে কোরআন এর মাধ্যমে অনুষ্ঠনের কর্মসুচি শুরু হয়ে বাদে মাগরিব হইতে মিলাদ ছেমা মাহফিল অনুষ্ঠিত হবে, আখেরী মোনাজাত ও সর্বশেষ তাবারুক বিতরণের মাধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
প্রতি বছর এদিনে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার ভক্ত গণের মিলন হয় রাঙামাটি আমানতবাগ দরবার শরীফে। অসংখ্যা ভক্ত আশেক নিয়ত করে বিভিন্ন ধরণের হাদিয়া তোহফা নিয়ে মিলিত হয় নির্ধারিত এদিনে। ০৩ অক্টোবর ২০২২ খ্রিঃ রোজ সোমবার পবিত্র খোশরোজ শরীফ যথাযত ভাবে সম্পন্ন করার জন্য পরিচালনা কমিটির উদ্যেগে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পবিত্র খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল শুক্কুর এর পরিচালনায় এতে সভাপত্বি করেন পবিত্র খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের সভাপতি মোঃ ইয়াকুব আলী। এসময় ৪০ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। এই স্বেচ্ছাসেবকরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিবেন ও মাহাফিল সফল করার জন্য একসাথে কাজ করে যাবে।

৬৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকালের প্রতি দাওয়াত প্রদান করেন খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল শুক্কুর। তিনি আরো জানান, পবিত্র খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের উদ্যেগে আমরা শরহেরর অলি-গলিতে পোষ্টার, ফেষ্টুন, লিপলেট বিতরণ করে সবাই মাহফিলে অংশ গ্রহণ করতে দাওয়াত করে যাচ্ছি।

আইন-শৃঙ্খলা বিষয়ে জানতে চাইতে তিনি জানান, প্রতি বছর কোন প্রকার সমস্যা ছাড়াই আমাদের পবিত্র খোশরোজ শরীফ সফল ভাবে উদ্যাপন করে আসছি। দেশের চলমান পরিস্থিতি কথা বিবেচনা করে কমিটির পক্ষে থেকে রাঙামাটি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অবিহিত করা হয়েছে।

এলাকা মানুষের মতামত জানতে চাইলে, তারা জানান, কোন প্রকার সমস্যা ছাড়া বিগত অনেক বছর ধরে পবিত্র খোশরোজ শরীফ উদ্যাপন হয়ে আসছে এবং অবদি কোন সময় অনুষ্ঠানে কোন প্রকার সমস্যা ও বিশৃঙ্খলা হতে শুনি নাই দেখিও নাই।

রাঙামাটি ঐতিহ্যবাহী এই মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করবেন হুজুর কেব্লা হযরত ছৈয়দ মোঃ আমীর উদ্দিন শাহ ছাহেব।