॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি রিজার্ভ বাজার দিন মজুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে মো. নাছির ছাতা প্রতীকে ১৪৩ ভোটে সভাপতি ও মো. রাজা মিয়া ১০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ২৬৬জন ভোটারের মধ্যে ২৫৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে হারিকেন প্রতীকে ১১৪ ভোটে মো. সুমন, কোষাধ্যক্ষ পদে টেলিভিশন প্রতীকে ১৫৯ ভোটে মো. জুয়েল, সদস্য পদে কাঁঠাল প্রতীকে মো. বাবুল মিয়া, ফুটবল প্রতীকে মোউলা মিয়া, তালা-চাবি প্রতীকে খোকন মিয়া, বাই-সাইকেল প্রতীকে মো. আলী হোসেন, হরিণ প্রতীকে মো. ইজাজুল নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ চলাকালীন সময়ে পরিদর্শন করেন জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- ভারপ্রাপ্ত সদর উপজেলা সমবায় অফিসার সুহৃদ চাকমা, সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন- ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ও মো. আলমাছ মিয়া।
এদিকে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ- নির্বাচনে বিজয়ী ও বিজিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।