॥ রুমা প্রতিনিধি ॥
কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বান্দরবানে রুমা থানা পুলিশের আয়োজনে এক আলোচনা সভা ও র্য্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯অক্টোবর) সকাল ১০টায় রুমা থানা ভবনের তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনেনর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, রুমা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিলীপ কুমার দাশ ও সহ-দপ্তর সম্পাদক পনলাল চক্রবর্তী।
আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কাজে সাধারণ লোকজনকে পুলিশিং কাজে সার্বিক কাজে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
এর আগে সকালে রুমা থানা প্রাঙ্গন হতে এক বর্নাঢ্য র্য্যালী বের হয়। এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এসে সমাবেত হয়। রুমা থানার সকল কর্মকর্তা ও সোর্স এসে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।