॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় সহ¯্রাধিক নেতাকর্মীর বহর নিয়ে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
বৃহস্পতিবার দুপুরে পাবলিক হেলথ এর সামনে থেকে ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মীর বহর বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এসে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়। সাব্বিরের এই নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেওয়ায় যুবদলের আয়োজনে ভিন্ন আমেজ যোগ করেছে।