কাপ্তাইয়ে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

142

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই ৪১ বিজিবি ওয়াগ্গাছড়া জোনের আয়োজনে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় বাঙ্গালী ও পাহাড়ী জনসাধারণ এর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি এলাকাধীন শিলছড়ি বাজার সংলগ্ন স্কুল মাঠে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে কাপ্তাই ৪১ বিজিবির মেডিক্যাল অফিসার মেজর কাজী সামিউর রহমান, এএমসি, উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক আয়োজিত এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমে পাহাড়ী ও বাঙ্গালী সহ মোট ৫৭ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।