॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এক সপ্তাহের ব্যবধানে আবারো রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িঘাট সেনা ক্যাম্পের চৌকশ দলের টহলকালে কাপ্তাই লেকের পাড়ে বুড়িঘাট ইউপির ৪নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার একটি মেশিন দেখতে পায়। এসময় কাউকে পাওয়া যায়নি। পরে সেনাবাহিনীর সদস্যরা পুলিশে খবর দিলে নানিয়ারচর থানার এসআই মো. তারেক ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলণের একটি মেশিন জব্দ করে।
এ বিষয়ে এসআই তারেক জানায়, খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে আমরা ঘটনাস্থলে পৌছায়। অবৈধভাবে বালু উত্তোলণের একটি পাম্প জব্দ করেছি। এঘনায় আইনগত প্রক্রিয়া চলমান। স্থানীয় ভাবে জানা যায়, স্থানীয় বালু ব্যবসায়ী পাইজাপ্রু মারমা এই এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এক সপ্তাহ আগেও সেনাবাহিনীর সহায়তায় একই এলাকা থেকে ২টি বালু উত্তোলণ মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন।