॥ স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে শহীদ আবদুল আলী একাডেমিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলের হলরুম অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (সাঃ) শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমতস্বরূপ। তিনি মানুষকে কুসংস্কার ও পাপাচার থেকে মুক্ত করে সুন্দর ও কল্যাণকর জীবনের দীক্ষা দিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সাঃ)-এর জীবনী পাঠ করে তাঁর নির্দেশিত পথে চলার জন্য বক্তারা শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। শহীদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ সাওয়াল উদ্দিন, লেখক ও সংবাদকর্মী ইয়াছিন রানা সোহেল, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিংহ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সত্য নন্দি, কাজল কুমার সাহা, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ আজিজুল হক, মোঃ মহসিন, আবুল কাশেম ও ডেজি আকতার। স্কুলের সহকারি শিক্ষক মোঃ আলমগীরের পরিচালনায় আলোচনা সভা শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা হারুনুর রশিদ।