আমানতবাগে জামিরজুরী দরবার শরীফের খোশরোজ পালিত

136

॥ আব্দুল নাঈম মোহন ॥

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার দরবার ভিলা, আমানতবাগ দরবার শরীফ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে হুজুর কেবলা হযরত ছৈয়দ মোঃ আমীর উদ্দিন শাহ ছাহেব “জামিরজুরী দরবার শরীফ, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম” এর ৬৭তম পবিত্র খোশরোজ শরীফ পালিত হয়েছে।

রোববার পবিত্র খতমে কোরআন এর মাধ্যমে অনুষ্ঠনের কর্মসুচি শুরু হয়ে বাদে মাগরিব হতে মিলাদ ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আখেরী মোনাজাত ও সর্বশেষ তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানিতকা সম্পন্ন হয়।

আখেরী মোনাজাত পরিচালনা করেন হুজুর কেবলা হযরত ছৈয়দ মোঃ আমীর উদ্দিন শাহ ছাহেব।
নির্ধারিত এ দিনে প্রতি বছরের ন্যায় এবছরও দেশের বিভিন্ন এলাকা থেকে ২সহ¯্রাধিক ভক্ত মিলিত হয় রাঙামাটি আমানতবাগ দরবার শরীফে। আয়োজনটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আব্দুল নাঈম মোহনের নেতৃত্বে অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

মিলাদ ছেমা মাহফিলে পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল শুক্কুর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন- উদযাপন পরিষদের সভাপতি মোঃ ইয়াকুব আলী।