রাঙামাটি আইডিইবি’র নেতৃত্বে আবারো নিরঞ্জন নাথ ও শেখ জামাল

162

॥ স্টাফ রিপের্টার ॥

ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), রাঙামাটি জেলা নির্বাহী কমিটি নির্বাচন (২০২৩-২০২৫ টার্ম) এ সভাপতি পদে নিরঞ্জন নাথ ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ জামাল উদ্দিন নির্বাচিত হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাঁঠালতলী আইডিইবি ভবনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। আইডিইবি রাঙামাটি জেলা শাখায় মোট ২০টি পদের মধ্যে ১৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সুধুমাত্র সভাপতি ও সহ সভাপতি-২ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৭ জন ভোটারের মধ্যে ৮৭জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- খোরশেদ আলম, নির্বাচন কমিশনার- পুলক জীবন চাকমা ও সৌরজিৎ শর্মা, প্রিসাইডিং অফিসার মির্জা ওমর ফারুক, সহ-প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- আবু তাহের মুন্না ও নুর তালুকদার মুন্না।

নির্বাচনে সভাপতি পদে ৫৬ ভোটে নিরঞ্জন নাথ নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জ্যোতির্ময় চাকমা পেয়েছেন ৩১ ভোট। সহ সভাপতি-২ পদে প্রবীর দাশ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জাফর খান পেয়েছেন ৪২ ভোট।

অন্যান্য পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি-১ শ্যামল বড়–য়া, সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ নোমান, চাকুরি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক এটিএম মনজুরুল হক, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. মহিউদ্দীন, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক তমু খীসা, সমাজ কল্যাণ সম্পাদক সুমন চাকমা, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক রেনুকা তঞ্চঙ্গ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমেশ চাকমা, তথ্য ও গবেষণা সম্পাদক দীপক চাকমা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক লেলিন চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদ সুবর্ণ দেওয়ান, কাউন্সিলর-১ মাহফুজুর রহমান গেল্লা, কাউন্সিলর-২ মো. আবু বকার হাওলাদার, কাউন্সিলর-৩ কাজী মো. নিজাম উদ্দীন নির্বাচিত হয়েছেন।