ঈদ-এ-মিলাদুন্নবী ঘিরে আশেকানে মদিনা পরিষদের মিলাদ মাহফিল

144

॥ স্টাফ রিপোর্টার ॥

পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহা-এ-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদে মাগরিব তবলছড়ি অফিসার্স কলোনী পুরাতন দুদক ভবন মাঠে আশেকানে মদিনা পরিষদের আয়োজনে ৪র্থ বারের মতো মালাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।

রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- ঢাকার শাহজাহানপুর গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মোস্তফা রহিম আল-আযহারী।

বিশেষ বক্তা ছিলেন- হাটহাজারী জামিয়া আদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ও রিজার্ভ বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আবু নওশাদ নঈমী আশরাফী।
ইসলামী শায়ের উপস্থাপন করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মুহাম্মদ মহিউদ্দীন তানভীর।

মাহফিলে ৫ শতাধিক আশেকে রাসূল ও স্থানীয় মুসল্লিসহ বিভিন্ন আলেমেদ্বীন উপস্থিত ছিলেন। মাহফিলটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আশেকানে মদিনা পরিষদের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। শেষে আখেরী মোনাজাত ও তোবারক বিতরণের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।