রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে ৪২তম চীবর দান সম্পন্ন

110

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটির রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন এর রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে শুক্রবার ৪২তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে ঘিলাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্রদ্ধা শংকর তঞ্চঙ্গ্যার উপস্থাপনায় রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্ম্মানন্দ মহাথোরোর সভাপতিত্বে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন বাঙালহালিয়া আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক বিদর্শনাচার্য শ্রীমৎ নন্দবংশ মহাথের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীরনাথ তনচংগ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় কিশোর তঞ্চঙ্গ্যা, হেডম্যান প্রেমা তালুকদার, ঘিলাছড়ি নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে বিভিন্ন বিহার হতে আগত ভিক্ষু সংঘ ও উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।