॥ মেহেদী ইমাম ॥
সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ নারী ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমার জরাজীর্ণ ঘরটি ভেঙ্গে নতুন একটি ঘর নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনার এক মাসের মধ্যেই রূপনার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনয়নের ভুঁইয়াদম এলাকায় রূপনার জন্য একটি পাকা ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান। এসময় উপজেলা প্রকৗশলী আব্দুল মজিদ, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান বাসন্তি চাকমা, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ফজলুর রহমান বলেন, সাফ চ্যাম্পিয়নশীপ জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের অন্যতম খেলোয়াড় ছিলেন রূপনা চাকমা। রূপনা চাকমার ঘরটি জরাজীর্ণ দেখে মাননীয় প্রধানমন্ত্রী নতুন একটি ঘর নির্মাণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজাইন অনুযায়ী এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা এই ঘরটির নির্মাণ কাজের উদ্বোধন করেছি।
তিনি আরো জানান, এই ঘরটি নির্মাণ করতে আমাদের অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। তার বাড়িটি দুর্গম এলাকায় হওয়ায় এবং নির্মাণ সামগ্রী পরিবহণে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। মাথায় ও ঘাড়ে করে ভারী মালামাল পরিবহণ করতে হচ্ছে।
নির্মাণ কাজ সম্পর্কে উপজেলা প্রকৌশলী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা নির্মাণ কাজ শুরু করেছি। আশাকরি ২মাসের মধ্যেই আমরা নির্মাণ কাজ শেষ করতে পারব। এদিকে পাকা ঘর পেয়ে খুশি রূপনার পরিবার। ঘরটির নির্মাণ কাজ শুরু হওয়ায় আবেগাপ্লুত রূপনার মা। সাফ চ্যাম্পিয়নশীপে রূপনার অর্জন ও প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি পেয়ে খুশি তার এলাকাবাসীও।