কাউখালী কচুঁখালী শানু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

132

॥ মোঃ ওমর ফারুক ॥

কাউখালী উপজেলার কচুঁখালী শানু বৌদ্ধ বিহারে ২৮ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান্ৎোসব শুক্রবার বিকেলে বিহার প্রাংগনে সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার বেইন ঘর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুখালী হেডম্যান পাড়া চাইন্দামনি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ইন্দ্রাচেরিয়া মহাথের। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্যজাই কার্বারী, ধর্মীয় দেশনা প্রদান করেন কচুখালী শানু বৌদ্ধ বিহার অধ্যক্ষ সব্বিদা ভিক্ষু,নিজ পাড়া বিহার অধ্যক্ষ জোতিকা থের, মাগ্যমাছড়া বিহার অধ্যক্ষ রাজিন্দা মহাথের। এ সময় অনুষ্ঠানে অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি চাইল্হাঅং মারমা সহ বৌদ্ধ ধর্মালম্বী সকল পুন্যার্থীগন।

কঠিন চীবর দান ২য় দিন ( শুক্রবার) সকাল বেলা বিহারে অবস্তানরত সকল বৌদ্ধ ধর্মালম্বী ভিক্ষুগণকে খাবার পরিবেশন করা হয়। বিকেল বেলা বিহার প্রাংগনে এক ধর্মীয় আলোচনা সভা বগাবিলী পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ চাইন্দা ওয়ারা মহাথের’ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ধমীয় সভায় ধর্মীয় দেশনা প্রদান করেন লক্ষিছড়ি তংটুলা ধর্মারক্ষিত বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান তিক্ষ থের সহ উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার হতে আগত বৌদ্ধ ধর্মীয় আলোচক বৃন্দ।

এ সময় অনুষ্ঠানে অতিথীর মধ্যে উপস্থিত ছিলেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, পোয়া পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক চিংকিউ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মংশিউ মারমা, প্রফেসর সুইবাইউ রোয়াজা, ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান থুইমং মারমা সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত বৌদ্ধ ধর্মালম্বীয় শত শত দায়ক দায়িকা ও পুণ্যার্থী বৃন্দ।

কঠিন চীবর দান অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উক্যজাই কার্বারী। বিহার পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ সহ বিহারের ভলান্টিয়ারগণ।