জুরাছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

103

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ফিটা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুভ উদ্বোধন করেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া সরকারি বেসরকারি দপ্তরসমূহের স্থল পরিদর্শন করেন।

প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা বলেন, বর্তমান সরকারের সময়ে যেভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া হচ্ছে বিগত কোন সরকার এভাবে উন্নয়ন করতে পারেনি। পার্বত্য সীমান্তবর্তী এলাকায় শিক্ষার যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে তা মানুষ কখনো কল্পনা করতে পারেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার নেতৃত্বের কারণে এসব দূর্গম এলাকায় কাজ করা সম্ভব হচ্ছে বলে তিনি মনে করেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিটন চাকমা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জুরাছড়ি, শফিউল আজম অফিসার ইনচার্জ জুরাছড়ি, ইমন চাকমা চেয়ারম্যান ১ নং জুরাছড়ি, সন্তোষ বিকাশ চাকমা চেয়ারম্যান ২ নং বনযোগীছড়া, ডাঃ অনন্যা চাকমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল উন্নয়নের ফলে মানুষ এখন ঘরে বসে সকল দপ্তর কর্তৃক বিভিন্ন তথ্য ও সকল নাগরিক সুযোগ সুবিধা সুবিধা পাচ্ছে এজন্য এটিই একমাত্র অবদান জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার বলে বক্তারা উল্লেখ করেন। এবং সকলকে সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে কাজ করার জন্য অনুরোধ করেন।