॥ স্টাফ রিপোর্টার ॥
দেশের ক্রীড়াক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যের কথা স্মরণ করে ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, এ ঐতিহ্য ধরে রাখতে হলে পাহাড়ে আমাদের আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের সকল পর্যায়ের উন্নয়নে আওয়ামীলীগ সরকার বদ্ধ পরিকর। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদেরকে খেলাধুলায় মনোনিবেশ করানো গেলে সমাজে কুসংস্কার থাকবেনা।
রাঙামাটির ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীর মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বিশেষ অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ মন্তব্য করেন। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় দীপংকর তালুকদার বলেন, করোনার সময় যে সমস্ত ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবী আর্থিক কষ্টে ভুগেছেন, বর্তমান সরকার তাদের কথা ভুলে যায়নি। তাদের পাশে দাঁড়িয়েছেন। চেক বিতরণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। সকলকে মিলে মিশে জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যখন কোন ক্রীড়াবিদের সম্মানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়, তখন মন উদ্বেলিত হয়, গর্বে বুক ভরে উঠে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। ক্রীড়ার উন্নয়নে সরকারের আন্তরিক স্বদিচ্ছা ও সহযোগিতা ছিল, আছে এবং থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজুসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।