॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, রাঙামাটি জেলা শাখার বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মিছিল নিয়ে যোগ দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় বনরূপা থেকে ছাত্রদল নেতাকর্মীদের বহর নিয়ে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে- আলী আকবর সুমন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এরপাশাপাশি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও তার সহধর্মীনী ডাঃ জুবাইয়দা রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার নিন্দা ও প্রতিবাদ জানান।