রাঙ্গামাটিতে নৌকা নিয়ে আওয়ামীলীগের আকবর হোসেন চৌধুরী নির্বাচি

495

031

স্টাফ রিপোর্টার, ৩০ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : আজ সমাপ্ত রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী নৌকা প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৭. হাজার  ৯’শত ৪৩৭ ভোট। তার নিকটতম প্রতদ্বিন্দ্বী প্রার্থী জে এস এস সমর্থিত প্রার্থী নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ১’শত ৯৮ভোট।

রাঙ্গামাটি রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা জামান বে-সরকারী ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মোট ৭জন প্রার্থী মেয়রপদে প্রতদ্বিন্ধীতা করেন। আকবর হোসেন চৌধুরী (আওয়ামীলীগ), সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো (বিএনপি), জে এস এস সমর্থিত স্বতন্ত্র ড. গঙ্গা মানিক চাকমা, অমর কুমার দে (স্বতন্ত্র), রবিউল আলম রবি (স্বতন্ত্র), শিব প্রসাদ মিশ্র (জাতীয় পার্টি), হাবিবুর রহমান হাবিব (স্বতন্ত্র)।

রাঙ্গামাটি পৌরসভায় ভোটার: ৫৯ হাজার ৪২জন জন। পুরুষ: ৩২,৭০৬জন ও মহিলা: ২৬৩৩৬জন। ভোট কেন্দ্র রয়েছে ২৮টি।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান