বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

158

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

“ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

এ সময় বক্তারা বলেন, বিজ্ঞানের ভীতি দূর করে নতুন প্রজন্মকে বিজ্ঞানমূখী করে তুলতে হবে। তাহলে মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মত যুগোপযোগী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। তারা বলেন, সৃষ্টিশীলতার আনন্দ, উদ্ভাবনীর আনন্দ এই আনন্দের মধ্য দিয়ে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা চাই আমাদের এখান থেকে বিজ্ঞানী, পরিবেশবিদ ও সমাজ বিজ্ঞানী গড়ে উঠুক। আমাদের মেধা মনন দিয়ে বাংলাদেশকে বিজ্ঞানমূখী রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ সময় তারা আরও বলেন, ইন্টারনেট ব্যবহারের কুফলগুলো ঝেড়ে সুফলগুলো নিতে হবে। জ্ঞানের জন্য এবং তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করবো। ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হবোনা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও, ঢাকা এর তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন কর্তৃক এই ২ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভিষন চাকমা, বিলাই ছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ ও সুপ্রিয়া দে প্রমূখ। এর আগে অতিথি বৃন্দ বিভিন্ন বিদ্যালয় কর্তৃক প্রদর্শিত প্রযুক্তির প্রকল্পগুলো পরিদর্শন করেন।