বান্দরবনে নৌকার জয়

470
(বামে) মো. ইসলাম বেবী   (ডানে) মো. জহিরুল ইসলাম

(বামে) মো. ইসলাম বেবী (ডানে) মো. জহিরুল ইসলাম

 

স্টাফ রিপোর্টার, ৩০ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বান্দরবানের লামা এবং বান্দরবান সদরের ২টি পৌরসভায় নৌকা প্রতিকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে জয়ী হয়েছেন।

শেষ খবরে পাওয়া পর্যন্ত জানাগেছে, লামা পৌর সভায় মেয়র পদে নৌকা প্রতিকের মো. জহিরুল ইসলাম পেয়েছেন ৬হাজার ৫শত ৫৬ ভোট এবং ধানের শিষ প্রতিক নিয়ে আমির হোসেন মজুমদার পেয়েছেন ২হাজার ৭শত ৪৮ ভোট।

বান্দরবান সদরে সর্ব শেষ ফলাফলে মোট ৮টি কেন্দ্রে নৌকা প্রতিক নিয়ে মো. ইসলাম বেবী পেয়েছেন ৫ হাজার ৫শত ১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির মিজানুর রহমান বিপ্লব পেয়েছেন ২হাজার ৫শত ৮২ ভোট। এবং ধানের শিষ প্রতিক নিয়ে জাবেদ রেজা পেয়েছেন মাত্র ১ হাজার ৯শত ২২ ভোট।

এতে দেখা যাচ্ছে অন্যন্য যেসব কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি সেসব কেন্দ্রের ও একই অবস্থা হবে। মোটামুটি ভাবে ধরে নেয়া যায় পৌর নির্বাচনে বান্দরবানের ২টি পৌর সভায় বিএনপির ভরাডুবি হয়েছে।

অপরদিকে বান্দরবান সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ সমর্থীত (১-৩)নং ওয়ার্ডে উজলা তঞ্চঙ্গ্যা, (৪-৬)নং ওয়ার্ডে সালেহা বেগম ও (৭-৯)নং ওয়ার্ডে আওয়ামী লীগ বিদ্রোহী রাহিমা বেগম নির্বাচিত হয়েছেন বলে দলীয় সুত্রে জানাগেছে।

সাধারণ পুরুষ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থীত ৩নং ওয়ার্ডে অজিত দাশ, ৪নং ওয়াডে দিলিপ বড়ুয়া, ৬নং সৌরভ দাশ শেখর, ৮নং ওয়াডে হাবিবুর রহমান খোকন, আওয়ামী লীগ বিদ্রোহী ৭নং ওয়াডে সামসুল হক সামু বিএনপির ১নং ওয়ার্ডে আবু খায়ের, ৫নং ওয়াডে থুই সিং প্রু, ও ৯নং ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী আবুল কালাম এবং জামায়াত সমর্থীত ২নং ওয়ার্ডে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান