॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে ২০০৫ সালে যাত্রা শুরু করা হিলফুল ফুযুল সংগঠনের অফিস উদ্বোধন, পতাকা উত্তোলন ও নব-গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কাঠাঁলতলী হামদার্দ গলিতে অফিস উদ্বোধনের পূর্বে জাতীয় ও ইসলামিক সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর অতিথিরা ফিতা কেটে সংগঠনটির অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী শিকদার, সোনালী ব্যাংক লিঃ রাঙামাটি শাখার প্রিন্সিপাল অফিসার এ.এইচ.এম শাহাদুল্লাহ, ফার্নিচার ব্যবসায়ী মো. শফি ও মো. নাছির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আহ্বায়ক মো. আব্বাস উদ্দীন। সংক্ষিপ্ত আলোচনা সভার পর প্রধান অতিথি নব গঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান। এদিকে বাদে এশা সংগঠনটির পক্ষ থেকে নিজ কার্যালয়ে খতমে গাউসিয়ার আয়োজন করা হয়।