॥ স্টাফ রিপোর্টার ॥
বিশ্বকাপ উন্মাদনায় বুদ হয়ে আছে সাড়া বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে না থাকলেও দেশের বিরাট একটি অংশ ২ভাগে বিভক্ত। আসন্ন ২০নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেনটিনা দলের জার্সি পড়ে নানান সাজে সজ্জিত হয়ে বিশাল বাইক শো-ডাউন করেছে আর্জেনটিনা ভক্তরা।
বৃহস্পতিবার বিকেল ৩টায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির আয়োজনে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকল আর্জেনটিনা ভক্তের জমায়েত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ভক্তরা সমবেত হতে থাকে।
নির্ধারিত সময়ে ৭শতাধিক মোটর সাইকেলের বহর পুলিশ লাইন, তবলছড়ি, আসামবস্তি আর্জেন্টিনা ব্রিজ, রাঙ্গাপানি, ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, পৌরসভা ও দোয়েল চত্বর ঘুরে রিজার্ভ বাজারে আর্জেনটিনার রঙ্গে রাঙ্গানো ওয়াই আকৃতির বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ সেতুতে এসে মিলিত হয়। র্যালি চলাকালীন সময়ে রাস্তার দুপাশে দাড়িয়ে থাকা আর্জেনটিনার হাজারো ভক্তরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অভিবাদন জানায়।