॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে আর্জেন্টিনা ভক্ত সিএনজি চালক সমর্থক গোষ্ঠীর আয়োজনে সিএনজি অটোরিক্সা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আর্জেন্টিনার জার্সি পড়ে সিএনজি অটোরিক্সা গুলোকে বিভিন্ন সাজে সজ্জিত করে শোভাযাত্রা শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে রিজার্ভ বাজারে আর্জেনটিনার পতাকার রঙ্গে রাঙানো বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ সেতুতে এসে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।
এসময় রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ সমিতি নেতৃবৃন্দ এবং চালকরা উপস্থিত ছিলেন।






























