খাগড়াছড়িতে ওয়েলফেয়ার ফ্যামিলির ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

130

॥ স্টাফ রিপোর্টার ॥

ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ কর্তৃক এসডিপি-এসইডিপি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী “মতবিনিময় ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় প্রতিষ্ঠান ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর ব্র্যান্ডিং পরিচিতি, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর যৌথ উদ্যোগে সাসটেইনেবল ডেভলপমেন্ট পলিসি (এসডিপি) এবং সোস্যাল এন্ড ইকোনমিক ডেভলপমেন্ট পলিসি (এসইডিপি) বাস্তবায়নের জন্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী এই “মতবিনিময় ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার কর্মসূচীর উদ্বোধন করেন- ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও ফোকাল পার্সন মোহাম্মদ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার দেবাশীষ চাকমা, স্বেচ্ছাসেবক ও ট্রেইনি অফিসার সুখী প্রভাত চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন টিম লিডার সুমঙ্গল চাকমা।

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রধান কার্যালয়ের- মোহাম্মদ ইসতিয়াক মান্নান খান ও মিটন চাকমা। খাগড়াছড়ির ট্রেইনি অফিসার হিসেবে উপস্থিত ছিলেন- ফাতেমা আক্তার, পিংকী চাকমা ও রুম্পা চাকমা।

এতে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদরসহ মোট ৯টি উপজেলার টিম লিডার ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শেষে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর খাগড়াছড়ি পার্বত্য জেলায় সমন্বিত আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত অক্টোবর-২০২২ এর অগ্রগতি প্রতিবেদন লিখিত আকারে জেলা প্রশাসকের কার্যালয়, উপপরিচালক, স্থানীয় সরকারের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ও ফোকাল পার্সন- মোহাম্মদ নুরুল ইসলাম, টিম লিডার- সুমঙ্গল চাকমা, টিম লিডার দেবাশীষ চাকমা, এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ইসতিয়াক মান্নান খান ও ট্রেইনি অফিসার মিটন চাকমা।