জুরাছড়িতে ৫শ’ শ্রমণকে পিন্ডুচরণ দান ঘিরে উৎসব

108

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

উৎসবের আমেজে ৫শত শ্রমণকে পিন্ডুচরণ দান করেছে জুরাছড়ির ছোট পানছড়ি নতুন পাড়া বামে পানছড়ি গ্রামের দায়ক দায়িকাবৃন্দ। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭ টায় জুরাছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন স্টেডিয়ামে পিন্ডুচরণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় থাইল্যান্ড থেকে আগত অতিথি ভিক্ষুসহ শত শত ভিক্ষু শ্রামণ পিন্ড গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর জুরাছড়ি উপজেলায় বাংলাদেশের সর্ববৃহৎ নির্মিত ১২৬ ফুট সিংহশয্যা বুদ্ধমূর্তি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জুরাছড়ি উপজেলায় সুবলং শাখা বনবিহারে থাইল্যান্ড থেকে ধর্ম্মাকায়া ফাউন্ডেশন পাঁচশত জনকে গণশ্রমণ করে দেয়। তখন থেকে শুরু হয় বিভিন্ন গ্রামে শ্রামণদের পিন্ডুচরণের উৎসব।

পানছড়ি গ্রামের দায়ক দায়িকাদের সাথে বুধবার সামিল হয়ে পূণ্য সঞ্চয়ের লক্ষে আর্থিক সহযোগিতা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ক জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। এসময় অসংখ্য পূণ্যার্থী পিন্ডদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে অনেকটাই খুশি। ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, দূর্গম জুরাছড়ি উপজেলায় বাংলাদেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি নির্মিত হওয়ায় অত্র উপজেলার পৃথিবীব্যাপী পরিচিত লাভ করেছে এমটাই মনে করেন।