॥ স্মৃতি বিন্দু চাকমা-জুরাছড়ি ॥
জুরাছড়ি সেনা জোনের উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তির ২৫ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘ দুই যুগের অধিক রক্তক্ষয়ী সংঘাত পর পার্বত্য এলাকায় এটা রাজনৈতিক সমস্যা চিহ্নিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার দক্ষতার পরিচয় দিয়ে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং জনসংহতি সমিতির সাথে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি পরপরই ২৫ বছরে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন সমৃদ্ধি পেয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতেশামুল হক জানান, বাংলাদেশ সেনাবাহিনী মূল লক্ষ্য হচ্ছে শান্তি সম্প্রীতি উন্নয়ন,তাই সেনাবাহিনী সর্বদা জনগণের নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। দীর্ঘ ২৫ বছরে শান্তি চুক্তির ফলে কি কি অর্জন হয়েছিল তা জনসম্মুখে তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, থানা ভাঃ অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম সহ সেনাবাহিনী জুরাছড়ি জোনের কর্মকর্তাগণ প্রমূখ।
এসময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বাংলাদেশে সেনাবাহিনীর আন্তরিকতার কারণে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল, তাই চুক্তির ফলে পাহাড়ে সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এবং পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, অফিসার ইনচার্জ শফিউল আজম, ডাঃ অনন্যা চাকমা, চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান মায়ানন্দ দেওয়ান। ২৫ তম শান্তি চুক্তি বর্ষপূর্তি উপলক্ষে জুরাছড়ি জোনের উদ্যোগে লুলাংছড়ি এলাকার দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।