॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী সদর থানার পিছনে অবস্থিত তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির এক সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইছহাক সওদাগর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী হাজি মুহাম্মদ লোকমান হাকিম, ব্যাবসায়ী মোঃ আব্দুল কাদের, পোয়াপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান মৌলবী মাওলানা মোহাম্মদ ছাইদুল হক নঈমী, বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আরো অনেকে। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরী।
এ সময় সাধারণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ওমর ফারুক, পিসি মোঃ আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু হাসান, শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম, শিক্ষক মোঃ পারভেজ, হাফেজ মোঃ আব্দুর রহমান, মোঃ কামাল উদ্দিন, মোঃ জামাল, প্রবাসী মোঃ আব্দুল গফুর, প্রবাসী মোঃ ইসমাইল হোসেন রিপন, মোঃ মামুন সহ মাদ্রাসা পরিচালনো কমিটির সকল সদস্য বৃন্দ এবং আমন্ত্রিত অতিথি গন।
পরে মাদ্রাসার হেফজখানা ও মাদ্রাসার আরো নতুন ক্লাস রুমের জন্য নতুন ঘর নির্মাণ করার জন্য সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই নতুন ঘর নির্মাণ করার জন্য সরকার এবং সভায় উপস্থিত সকলের সাহায্য কামনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।