॥ স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের ন্যায় রাঙামাটির মেহনতি মানুষরাও তাদের জীবন জীবিকা নিয়ে চরম কষ্টাবস্থায় দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা ও রাঙামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া। তিনি বলেন, ‘দেশের ন্যায় রাঙামাটির সাধারণ মেহনতি মানুষগুলোও শান্তিতে নেই। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। চালের দাম বৃদ্ধি হয়েছে। অথচ ক্ষমতাসীনরা বলেছিল- ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে, কিন্তু এখন ৭০ থেকে ৮০ টাকার কম চাল মিলে না।
নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন ঠিকাদারী কাজগুলো বন্ধ করে রাখা হয়েছে এতে করে সাধারণ খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। অথচ সরকারীদলের লোকজন লুটপাটে ব্যস্ত থেকে সাধারণ মেহনতি মানুষের কোনো চিন্তাই করছেনা। তাই এই লুটেরা সরকারকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য শ্রমিকদের রাজপথে নামার আহবান জানিয়েছেন শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া।
শুক্রবার রাতে রাঙামাটি শহরের রাজবাড়ি স’মিল সম্মুখে ৮নং ওয়ার্ড শ্রমিকদলের কমিটি গঠন পূর্ববর্তি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম রবি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর, যুগ্ম সম্পাদক ইদ্রিস মিয়া, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হিরুন মিয়া। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটি জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক। এসময় শ্রমিকদল নেতা ফারুকসহ শ্রমিকদলের বিভিন্ন স্তুরের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মো: রফিককে সভাপতি ও মোঃ সাগরকে সাধারণ সম্পাদক করে আট নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৫১ সদস্য বিশিষ্ট্য ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।